শ্রীবরদীতে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সুবাহান (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ জুন শুক্রবার বিকালে বন্ধ বৈষ্ণবেরচর গ্রামে নিহতের বাড়ির বসতঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুবাহান বন্ধ বৈষ্ণবেরচর গ্রামের মৃত আ: ছামাদের ছেলে। জানা গেছে, সুবাহান প্রায় ৪-৫ মাস আগে মানসিক রোগে আক্রান্ত হয়। শুক্রবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে তাদের উত্তর-পূর্ব দুয়ারী বসত ঘরের বাশের ধরনার সাথে প্লাস্টিকের রশি দিয়ে ফাস দেয় সুবাহান। পরে সুবাহানের স্ত্রী রাশেদা ও ছোট ভাই মোস্তাক আহম্মেদ ঘরে ঢুকে সুবাহানকে ঝুলন্ত দেখে চিৎকার দেয়। আশপাশের লোকজন ও বাড়ির লোকজন এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবুকের লাশ উদ্ধার করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:শেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও শিশুখাদ্য বিতরণশ্রীবরদীতে বিট পুলিশিং ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিতঝিনাইগাতীর গারো পাহাড় থেকে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার Post Views: ২৪৫ SHARES শেরপুর বিষয়: