সাঈদ খোকনের তিন প্রতিষ্ঠান ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মায়ের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সোমবার (২৮ জুন) দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদক রোববার (২৭ জুন) সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের তিনটি, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।’ Related posts:শবে বরাতের রাতে আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডসিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে দুই দোকানদারকে জরিমানাজামিনে মুক্তি পেলেন হাজী সেলিম Post Views: ২৭২ SHARES আইন-আদালত বিষয়: