সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি হলেন মোঃ আরিফ রেজা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সফল শ্রম বিষয়ক সম্পাদক, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফ রেজা। সম্প্রতি টাঙ্গাইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মিলনায়েতনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির এক বিশেষ সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ আরিফ রেজাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করেন। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন আশা করেন আরিফ রেজার গতিশীল নেতৃত্ব এদেশের সড়ক পরিবহণ শ্রমিকদের নিয়োগপত্রসহ এযাবতকাল পর্যন্ত সরকারের সাথে ফেডারেশনের সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়নে আরও বেগবান হবে। এ ব্যাপারে মোঃ আরিফ রেজা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের দায়িত্ব আরও এক ধাপ এগিয়ে গেলো। সরকারের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সংগঠন পরিচালনা করবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। Related posts:শ্রীবরদীতে সাংবাদিক রেজাউল করিম বকুলের দাফন সম্পন্নদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধনশেরপুরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত Post Views: ৫৩২ SHARES শেরপুর বিষয়: