বকশীগঞ্জে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়ার শর্তে চেক ও ছাগল বিতরণ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার শর্তে ভিক্ষুকদের মাঝে ছাগল, রোগি ও শিক্ষার্থীদের মাঝে টাকার চেক বিতরণ করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা তালিকাভূক্ত ব্যক্তিদের মাঝে টাকার চেক ও ছাগল বিতরণ করেন।
বকশীগঞ্জ সমাজ সেবা অফিস জানায়, বকশীগঞ্জ উপজেলায় ৯জন ভিক্ষুকের মাঝে ৭২ হাজার টাকার সমপরিমান ১৮টি ছাগল, ২২২জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বাবদ ১৪ লাখ ৪৯ হাজার ও ক্যানসারে আক্রান্ত ৪জন রোগির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক বিতরণ করেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, প্রথমে তালিকাভূক্ত ব্যক্তিদের মাঝে টাকার চেক ও ছাগল বিতরণ করা হয়। তাদের শর্ত দেয়া হয়েছে আর কোন দিন তারা ভিক্ষাবৃত্তি করতে পারবে না। এ শর্তে রাজি হবার ফলে তাদেরকে সাবলম্বী করতেই সরকারের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়।