আমার ও মায়ের কিছু হলে চাচা দায়ী: এরিক এরশাদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১ অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ বলেছেন, তার ও তার মা বিদিশার কিছু হলে সেক্ষেত্রে তার চাচা জিএম কাদের দায়ী থাকবেন। ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এরিক এরশাদ বলেন, ‘আমার মায়ের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন এবং তা আমার চাচা জিএম কাদেরের ষড়যন্ত্র। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।’ তার ও তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মায়ের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন।’ Related posts:দুপুরে বৈঠকে বসছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদিচন্দ্রিমায় জিয়ার মরদেহ থাকার প্রমাণ কোথাও নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রীনদী রক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি : নৌপরিবহন প্রতিমন্ত্রী Post Views: ২৫৩ SHARES রাজনীতি বিষয়: