ক্যারিয়ার সেরা স্কোর গড়ে বাদ আরিফুল-জুনায়না অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১ স্পোর্টস ডেস্ক : ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলের চার নম্বর হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। তিনি সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড, যা তার ক্যারিয়ারসেরা টাইমিং। এর আগে এসএ গেমসে তার সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। অন্যদিকে তিন নম্বর হিটে আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম হয়েছেন জুনায়না আহমেদ। তিনি সময় নিয়েছেন ২৯.৭৮ সেকেন্ড। এই ইভেন্টে এটা তার ক্যারিয়ারসেরা টাইমিং। Related posts:এপ্রিলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, খেলবে পাঁচ টি-টোয়েন্টি‘মেসিকে যে পছন্দ করে না, সে ফুটবলই বোঝে না’রোনালাদোর জোড়া গোলে জুভেন্টাসের জয় Post Views: ২০৩ SHARES খেলাধুলা বিষয়: