খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ অনলাইন ডেস্ক : খুলনা বিভাগে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জনের। এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন করোনায়। এর আগে খুলনা বিভাগে ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল করোনায়। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। এছাড়া রয়েছে অক্সিজেনের সঙ্কট। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তব্যরতদের। উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। আর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন। Related posts:জামালপুরে সিডস এর আত্মনির্ভরশীল দল গঠন বিষয়ক প্রশিক্ষণআজ ৭১'র স্মৃতি: পলাশকান্দা ট্র্যাজেডি দিবসজামালপুরে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ Post Views: ২২০ SHARES সারা বাংলা বিষয়: