জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে: সিটিটিসি প্রধান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ অনলাইন ডেস্ক : কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বড় ধরনের হামলা চালানোর কোনো সক্ষমতা নেই জঙ্গি সংগঠনগুলোর। দেশের বাইরে থেকে দুইজন জঙ্গি সদস্য দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। হলি হার্টিজানে জঙ্গি হামলার ৫ বছর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিটিটিসি ইউনিট প্রধান বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালত রায় দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিটিটিসির যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ ও উপ-কমিশনার আব্দুল মান্নান। Related posts:শিক্ষার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত সহায়ক - ধর্মমন্ত্রীগ্রিড ফেল করা অস্বাভাবিক নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী২৭ টাকা দরে ধান ও ৪০ টাকা দরে সেদ্ধ চাল কিনবে সরকার Post Views: ২২১ SHARES জাতীয় বিষয়: