ঝিনাইগাতীতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ফজলুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১০ জুলাই শনিবার দিবাগত রাতে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ফজলুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফজলুর রহমান উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মুনছুর আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে মাদক মামলার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বিজ্ঞ আদালত ফজলুর রহমানের বিরুদ্ধে ১ বছরের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই সে পালিয়ে থাকে। অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। ১১ জুলাই রবিবার দুপুরে সাজাপ্রাপ্ত আসামী ফজলুর রহমানকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। Related posts:নকলায় বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলনশেরপুরে ৩১ বস্তায় দেড় টন সরকারি চাল জব্দ, আটক ১ঝিনাইগাতীতে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার মূল হোতা র্যাবের হাতে গ্রেপ্তার Post Views: ২২০ SHARES শেরপুর বিষয়: