নকলায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শেরপুরের নকলা পৌরসভার ৫শ অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে রবিবার (৪ জুলাই) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, কাউন্সিলর তোতা মিয়া, জরিপ হোসেন ও লালন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাসের কারনে দেশে কঠোর লকডাউন চলমান রয়েছে। আজ পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা প্রত্যোকটি ইউনিয়নে অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে। উল্লেখ্য, মরনঘাতী করোনা ভাইরাসের কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না বিভিন্ন শ্রেনি পেশার শ্রমজীবি মানুষ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে। Related posts:শেরপুরে ধানের নতুন জাত বিনা ২৫ বিষয়ে কৃষকদের সাথে মাঠ দিবস অনুষ্ঠিতনকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ১৫৬ SHARES শেরপুর বিষয়: