নালিতাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলা ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের বিরুদ্ধে ফেসবুকে বিষোদগারের অভিযোগে জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক হারুন অর রশিদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ১ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের আড়াইআনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বাঘবেড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী। একইদিন দুপুরে গ্রেফতারকৃত আদালতে সোপর্দ করা হলে বিশেষ দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ গত ২৪ জুন তার ফেসবুক আইডি ও বিভিন্ন ফেসবুক গ্রুপে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হককে ‘ছোট রাজাকারের ছেলে’ বলে আখ্যা দেয় এবং উস্কানিমূলক কথাবার্তা পোস্ট করে। ওইসব পোস্টে অনেকেই পক্ষে-বিপক্ষে মন্তব্য করলে সেসব মন্তব্যের প্রেক্ষিতেও ব্যাঙ্গাত্মক ও বাজে মন্তব্য করে পোস্ট দিতে থাকে হারুন। একপর্যায়ে বিষয়টি আওয়ামী লীগ নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক নিজেই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল শ্যামলীনিউজ২৪ডটকমকে জানান, জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক হারুন অর রশিদ উপজেলা আওয়ামী লীগের গ্রুপিংয়ের রাজনীতির শিকার হয়েছে। তাকে অন্যায় ও পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র-নিন্দা জানাই।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে কুরুচিকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা হারুন-অর-রশীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই মামলায় তাকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।