বাংলাদেশে যৌথভাবে করোনা টিকা উৎপাদনে কাজ করছে চীনা কম্পানি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১ অনলাইন ডেস্ক : বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে চীনা কম্পানিগুলো কাজ করছে বলে জানিয়েছন ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান। আজ মঙ্গলবার (০৬ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি। চীনা মিশন উপ-প্রধান লিখেছেন, এখন পর্যন্ত প্রায় ১০০ টি দেশে টিকা সরবরাহ করেছে চীন। পাশাপাশি কোভ্যাক্স কার্যক্রমে এক কোটি ডোজের প্রথম ব্যাচ টিকা সরবরাহ দেবে চীন। উন্নয়নশীল অনেক দেশ করোনার প্রথম ব্যাচ টিকা হিসেবে চীনের টিকা পেয়েছে। উন্নয়নশীল অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণা, উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে টিকা উৎপাদনের জন্য কাজ করছে চীন। চীন বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে টিকা উৎপাদন এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করেছে। চীনের টিকাগুলো এরই মধ্যে ব্যাপকভাবে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথেষ্ট সুনাম অর্জন করেছে চীনের টিকাগুলো। Related posts:প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা : স্পিকার শিরীন শারমিন২০২৫ সালের মধ্যে সকল বয়স্কদের ভাতা দেবে সরকারপুলিশের নতুন আইজিপি বেনজীর, র্যাব মহাপরিচালক মামুন Post Views: ১৮৪ SHARES জাতীয় বিষয়: