ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২৩ মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বাধিক ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৬ জন, নেত্রকোনার ২ জন এবং গাজীপুরের একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ৯ জন, নেত্রকোনার নেত্রকোনার ২ জন, টাঙ্গাইলের ২ জন এবং গাজীপুরের একজন। ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। Related posts:জামালপুরে শিশু নির্যাতন সম্পর্কে স্বভাব নেতাদের সাথে কর্মশালানারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছেনেত্রকোনায় জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৮৪ SHARES সারা বাংলা বিষয়: