শেরপুরে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে গাছ থেকে পড়ে গিয়ে কাইয়ুম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ৫ জুলাই সোমবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কাইয়ুম শহরের ঢাকলহাটি মহল্লার ইজিবাইক চালক হারুন অর রশিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকালে এলাকায় তার লাশ পৌঁছলে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকে মাতম শুরু হয়। জানা যায়, গত ৪ জুলাই রবিবার কাইয়ুম একটি কামরাঙা গাছে কামরাঙা পাড়তে উঠে। ওইসময় গাছের একটি শুকনো ডালে পা রাখলে ওই ডাল ভেঙে সে নিচে থাকা একটি সিমেন্টের খুটির উপর পড়ে যায়। এতে সিমেন্টের খুটির লোহার রড কাইয়ুমের পিঠে ঢুকে যায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবার লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। দুদিন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকাবস্থায় সোমবার রাত ১০টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী-কভাডভ্যান চালাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। Related posts:ঝিনাইগাতীতে উপজাতি পরিবারের মাঝে পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরণনকলায় উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতিনকলা হাসপাতালে মন-স্বাস্থ্য সেবা কেন্দ্রের নতুন কক্ষ উদ্বোধন Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: