শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১ বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। ১৯ জুলাই সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা পুলিশের পক্ষ থেকে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, দুধ ইত্যাদি। উপহারসামগ্রী গ্রহণ করেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার। ওইসময় তিনি ঈদ উপহার প্রদান করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপহারসামগ্রী প্রদানকালে অন্যান্যদের মধ্যে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে স্বপ্ন প্রকল্পে কর্মসংস্থান হচ্ছে ৭৫৬ হতদরিদ্র নারীরঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধারশেরপুরে পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫ Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: