শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে অনুদান দিল জেলা প্রশাসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১ স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের অস্বচ্ছল সদস্যসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই দুই প্রতিষ্ঠান প্রধানের হাতে এক লাখ টাকা করে অনুদানের পৃথক চেক তুলে দেন নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা জেলা প্রশাসনকে সবসময়ই সহযোগিতা করে আসছেন। এজন্য চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের পাশে থাকতে এবং প্রেসক্লাবের মাধ্যমে গরিব-অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসনের তরফ থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হলো। এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, এনডিসি মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও জিন্নাত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিলেন ইউএনওনালিতাবাড়ীতে নদী পাড় হতে গিয়ে নিখোঁজ, ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধারশেরপুরে ‘বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ১৬৬ SHARES শেরপুর বিষয়: