শেরপুরে মৃগী নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২১ স্টাফ রিপোর্টার : শেরপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সালমা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ৩ জুলাই শনিবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ এলাকায় মৃগী নদীতে ওই ঘটনা ঘটে। মৃত সালমা আক্তার স্থানীয় মোহাম্মদ আলীর মেয়ে ও শেরপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। কলেজছাত্রী সালমার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খবর পেয়ে মৃত সালমা আক্তারের বাড়িতে ছুটে যান শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ অন্যান্যরা। জানা যায়, শনিবার বেলা দুইটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় সালমা আক্তার তার আপন ভাগনি অষ্টম শ্রেণিপড়ুয়া শিল্পী আক্তারকে সাথে নিয়ে বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে নামে। ওইসময় হঠাৎ সালমা আক্তার নদীর গভীরে ডুবে যেতে থাকলে তার ওড়না ভাগনি শিল্পী আক্তারের দিকে ছুড়ে দিলে সে ওড়না ধরে টানতে গিয়ে নিজেও পানিতে ডুবে যেতে থাকে। এক পর্যায়ে শিল্পী কোনরকমে পাড়ে ওঠে আসলেও সালমা আক্তার নদীতে ডুবে যায়। পরে শিল্পীর চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে এসে সালমা আক্তারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। Related posts:শেরপুরে মুজিববর্ষে ২৯১ ভূমিহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘরনকলায় ধান শুকাতে গিয়ে বাস চাপায় প্রাণ হারালো কৃষকশেরপুরে বৈষম্যহীন সমাজ গঠনে ও শান্তি বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২২৭ SHARES শেরপুর বিষয়: