শেরপুরে র্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিনসহ অবৈধ কেমিক্যাল জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১ শ্যামলীনিউজ ডেস্ক : শেরপুরে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ক্যামিকেলের গোডাউনে অভিযান চালিয়ে ১৮শ ১৮ কেজি নিষিদ্ধ পলিথিন, পাঁচ হাজার কৌটা অনুমোদনহীন জর্দা, ২শ লিটার অবৈধ ক্যামিকেল ও ফুড কালার জব্দসহ দু’জনকে আটক করেছে র্যাব। ৬ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের নয়ানী বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। র্যাব- ১৪’র সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সোহান ষ্টোর, ভাই বোন ট্রেডার্স এবং খুশবো স্টোর ও তাদের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান অনুমোদনহীন ফুড কালার, ক্যামিকেল ও পলিথিন জব্দ করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে ব্যবসায়ী আরশাদ আলীকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের জেল এবং অন্যজনকে আড়াই হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব-১৪ এর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:নকলা ইউনিয়ন জামায়াতের নেতৃত্বে নবী ও সাফিতশেরপুরে বহুমুখী পাটপণ্য তৈরি ও বিপণন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরুশেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম Post Views: ৫১৩ SHARES শেরপুর বিষয়: