শেরপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ স্টাফ রিপোর্টার : সারাদেশে ন্যায় শেরপুরেও সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিন ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিমের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহলে নেমেছেন। নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হবার দায়ে ইতোমধ্যে কয়েকজনকে আটক করাও হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন কার্যকর করতে জেলা সদরে ৬ জনসহ প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর ১০০ জন সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন করে র্যাব ও ব্যাটালিয়ান আনসার সদস্য টহল দিচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের জেলা সদরসহ অন্যান্য উপজেলায় সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে কাজ করতে দেখা গেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত লকডাউন বাস্তবায়নে বিনা প্রয়োজনে কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আমরা শহরের শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান এলাকাগুলোতে অভিযান চালাচ্ছি। কেউ নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হচ্ছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, লকডাউন কার্যকর করতে শহরের প্রতিটি প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সেইসাথে পুলিশের টহল টিমও কাজ করছে। অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বাইরে বের হতে পারছে না। শুধুমাত্র জরুরি সেবার পরিবহন ছাড়া অন্য যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। Related posts:সরকারি নাজমুল স্মৃতি কলেজে ক্রীড়া সামগ্রী দিলেন ভাইস চেয়ারম্যান আমিনুলঝিনাইগাতীতে ধানশাইল ও নলকুড়া ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণনকলার ১৭১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার Post Views: ২৩৩ SHARES শেরপুর বিষয়: