শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার ঈদ উপহার পেলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ১৮শ ৬৩ হতদরিদ্র ও কর্মহীন পরিবার। ১৪ জুলাই বুধবার সকালে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮শ ৬৩টি পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ভেলুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর এর সভাপতিত্বে চাউল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহি অফিসার নিলুফা আক্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভেলুয়া ইউনিয়নের দায়িত্বরত টেক অফিসার মোশারফ হোসেন সাগর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অত্র ইউনিয়নে ১৮৬৩ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ও বুধবার ও বৃহস্পতিবার ১০ কেজি হারে চাল বিতরণ করা হবে। Related posts:শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারনকলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণশ্রীবরদীতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত Post Views: ১৮১ SHARES শেরপুর বিষয়: