সোহাগপুরের বিধবাদের মাঝে ঈদ উপহার দিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর বিধবাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বরে আনুষ্ঠানিকভাবে জীবিত ২৩ জন বিধবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে এসব উপহার প্রদান করেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, নারিকেল তেল, কাপড় কাঁচা সাবান, সেমাই, চিনি ইত্যাদি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ বিধবাপল্লীর বিধবা, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোমিনুর রশীদ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। Related posts:নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপারশেরপুরে নকল সোনার বারসহ গ্রেফতার-২শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদের পথসভা অনুষ্ঠিত Post Views: ১৬৪ SHARES শেরপুর বিষয়: