জামালপুরে করোনায় আরও ৭৩ জন আক্রান্ত, মৃত্যু ৩ জন

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে একদিনে দুই উপজেলায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সরিষাবাড়ি উপজেলায় ৭০ বছরের দুই বৃদ্ধ ও মেলান্দহ উপজেলায় রয়েছেন ৪২ বছরের এক যুবক। এ নিয়ে জেলায় মোট ৬৮ জনের মৃত্যু হলো।
সরিষাবাড়িতে মৃত দুইজনের একজনের বাড়ি মানিকপটল এলাকায়, অন্যজনের বাড়ি সাতপোয়ায়। মেলান্দহে মৃত ব্যক্তিটি শাজাদপুর এলাকার বাসিন্দা।
অপরদিকে, সর্বশেষ ২৯৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৯৯ জনে দাঁড়াল। সোমবার (১২ জুলাই) সকালে এই তথ্য জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১০ টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২০ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় আরও ৪২ জনের করোনা।
এরমধ্যে জামালপুর সদরে রয়েছেন ২৭ জন, মেলান্দহে ২ জন, মাদারগঞ্জে ৪ জন, ইসলামপুরে ১ জন, সরিষাবাড়ীতে ৯ জন, দেওয়ানগঞ্জে ২১ জন ও বকশীগঞ্জে ৯ জন।
আক্রান্তদের মধ্যে সর্বশেষ সুস্থ হয়েছেন ৪৭ জন। এরমধ্যে জামালপুর সদরে ২২ জন, মেলান্দহে ৪ জন, মাদারগঞ্জে ৪ জন, ইসলামপুরে ২ জন, সরিষাবাড়ীতে ৭ জন, দেওয়ানগঞ্জে ২ জন ও বকশীগঞ্জে ৬ জন সুস্থ হন। এ নিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ২৭৫১ জন।
সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় ২৮০৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪৬ শতাংশ।