অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দল ঘোষণা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এই সিরিজের জন্য ১ আগস্ট রবিবার দিবাগত রাতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ আগস্ট)। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (৪ আগস্ট)। একদিন বিরতি দিয়ে তৃতীয়টি হবে শুক্রবার (৬ আগস্ট)। পরদিন (৭ আগস্ট) হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে সোমবার (৯ আগস্ট) হবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর শুরু হবে সন্ধ্যা ৬টায়। স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল না। এতে করে বাদ পড়তে হয়েছে দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে। ১৭ সদস্যের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন। Related posts:চেলসিকে উড়িয়ে দিলো আর্সেনালজুতার দাগ ধরিয়ে দিল ক্রিকেটার মেহেদি মিরাজের বাসার চোরবেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব : তাসকিন Post Views: ১৯৪ SHARES খেলাধুলা বিষয়: