আফগানিস্তানে যাওয়া ছিল আমেরিকার বড় ভুল: ডোনাল্ড ট্রাম্প অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ অনলাইন ডেস্ক : আফগানিস্তানে যাওয়া ‘আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল’ হিসেবে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোলান্ড ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল।’ তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি। এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে আটকা যাওয়াটা চোরাবালিতে পড়ার মতোই ছিল।’ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর ভরাডুবিতে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, নীতিনির্ধারকরা বাইডেন প্রশাসনের নিন্দায় মুখর হয়েছেন। বাইডেন প্রশাসন তালেবানের সঙ্গে চুক্তির সব শর্ত লঙ্ঘন করায় তারা আবার সহিংস হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তালেবানের সঙ্গে চুক্তি ছিল, তারা যদি আমেরিকানদের কাউকে আক্রমন না করে তবে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেবে। চুক্তিতে বলা হয়েছিল, তালেবানরা সন্ত্রাসীদের আশ্রয় দেবে না আর দুই পক্ষ মিলে একটি নতুন সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে। কিন্তু বাইডেন প্রশাসন তা লঙ্ঘন করেছে। আর তা তালেবানদের আবারও সহিংস করে তুলেছে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনায় মুখর সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের জিম্মি সঙ্কটের পর থেকে আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে যা চলছে তা রীতিমত অপমানজনক।’ Related posts:ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পাণ্ডেপ্রথম দিনেই অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পেরইউক্রেনকে ৭২৩ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক Post Views: ২১২ SHARES আন্তর্জাতিক বিষয়: