এক মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। ১৭ আগস্ট মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন। হেলেনার আইনজীবী শফিকুল ইসলাম জামিনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই হাজার টাকার মুচলেকায় আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। কিন্তু হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। গত ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় চার ঘণ্টা অভিযান শেষে তাকে আটক করে র্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়। Related posts:ডিবি অফিসে খাবার, জাতিকে নিয়ে মশকরা করবেন না: হাইকোর্টশেরপুরে ২ শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ডডিগ্রি কলেজেও সভাপতি পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা Post Views: ২০১ SHARES আইন-আদালত বিষয়: