এবার বলিউডে পা রাখছেন শাহরুখকন্যা সুহানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ অনলাইন ডেস্ক : ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বিখ্যাত কমিকস ‘আর্চি’ নিয়ে সিনেমা বানাবেন জোয়া। আর এতে বেশ বিখ্যাত একটি চরিত্রে অভিনয় করবেন সুহানা। সুহানা বাদেও তাতে অনেক নতুন মুখ কাজ করবেন। বলিউড তারকার সন্তানদের মধ্যে যারা সব সময় মিডিয়া ও নেটিজেনদের চর্চায় থাকেন, তাদের অন্যতম শাহরুখ খানের মেয়ে সুহানা খান। অভিনয়ের প্রতি যে সুহানার আগ্রহ আছে তা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন শাহরুখ। তবে এবার শোনা যাচ্ছে তালাশ, জিন্দেগি না মিলেগি দোবারা ও গল্লি বয় খ্যাত পরিচালক জোয়া আখতারের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বিখ্যাত কমিকস ‘আর্চি’ নিয়ে সিনেমা বানাবেন জোয়া। আর এতে বেশ বিখ্যাত একটি চরিত্রে অভিনয় করবেন সুহানা। সুহানা বাদেও তাতে অনেক নতুন মুখ কাজ করবেন। ‘আর্চি’ নিয়ে নির্মিত সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে খবর পাওয়া গেছে। বছরখানেক আগে দ্য গ্রে পার্ট অফ ব্লু নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা গেছে সুহানাকে। কলেজপড়ুয়া প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে সুহানার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। আপাতত নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন সুহানা। সেই সূত্রেই এ চলচ্চিত্রে কাজ বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। বলিউডে ‘আর্চি’ নিয়েই হবে সুহানার প্রথম কাজ। এখনও বলিউডে পা না রাখলেও সুহানার ভক্ত-অনুরাগী প্রতিষ্ঠিত অনেক তারকার চেয়েও বেশি। Related posts:মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তিশাসেই ফুংসুখ ওয়াংড়ুর সঙ্গে দেখা হলো মিথিলারঅভিনেতা সেলিম আহমেদ আর নেই Post Views: ২৬৭ SHARES বিনোদন বিষয়: