গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২২৬ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১ অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে এবং ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ১০ আগস্ট মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে আগস্টের প্রথম ১০ দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৩২১ জন। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪ হাজার ৯৭৯ জন চিকিৎসা নিয়েছেন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য আইইডিসিআরে জমা পড়েছে। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন মশকনিধন কর্মসূচিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। যেসব ভবনে এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। Related posts:এলপি গ্যাসের দাম কমে ৮৪২ টাকাশেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না: ওবায়দুল কাদেরশহীদ আসাদ গণতন্ত্রপ্রেমী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী Post Views: ৩২৯ SHARES জাতীয় বিষয়: