গাড়ীতে বসে করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। ৮ আগস্ট রবিবার দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি বলেন, দুপুরে হুজুর হাটহাজারী হাসপাতালে টিকা গ্রহণ করেছেন। এর আগে গত ১১ এপ্রিল এক সভায় মাদরাসায় করোনা আসবে না বলে মন্তব্য করেছিলেন জুনায়েদ বাবুনগরী। ওই সভায় তিনি বলেন, লকডাউন দিয়ে নুরানী, হেফজখানা, কওমি-দ্বীনি মাদরাসা বন্ধ রাখা যাবে না। যেখানে কোরআন-হাদিস পাঠ করা হয়, যেখানে হেফজখানায় ছাত্ররা কোরআন পাঠ করে সেখানে করোনা আসবে না। তার কারণ হলো আল্লাহর রহমত। Related posts:শ্রীবরদীতে ধর্ষণের শিকার সপ্তম শ্রেণিপড়ুয়া কিশোরী ॥ ধর্ষক গ্রেফতারসাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ নিহত ৪ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ Post Views: ১৮৩ SHARES সারা বাংলা বিষয়: