চীনের সিনোফার্মের আরও ৬ কোটি টিকা কিনছে বাংলাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ অনলাইন ডেস্ক : চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে আরও ছয় কোটি ডোজ করোনার টিকা কিনবে বাংলাদেশ। ১১ আগস্ট বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগে যে দামে কিনেছি, তার চেয়ে বাড়েনি। মোট ১৩ কোটি ৮২ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এতে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ লাগবে। এখন পর্যন্ত দুই কোটি ৫৫ লাখ কিনেছি। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, অনুমোদিত ভ্যাকসিন নভেম্বর আসতে পারে। এর আগে সিনোফার্ম থেকে সরকার ১ দশমিক ৫ কোটি টিকার ডোজ কিনেছে সরকার। যার মধ্যে পৌঁছেছে ৭০ লাখ ডোজ। সবমিলিয়ে চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। এর মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে এসেছে। Related posts:সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনকাঁচাবাজার খোলা বেলা ৩টা পর্যন্তখালেদার মুক্তির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন, প্রজ্ঞাপন সোমবার Post Views: ১৮১ SHARES জাতীয় বিষয়: