জাতীয় শোক দিবসে জামালপুরে ৫শ’ পরিবার পেল পৌর মেয়রের সহায়তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ জামালপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরে হতদরিদ্র ৫শ’ পরিবারকে সহায়তা দিলেন পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু। ১৫ আগস্ট রবিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ। এ সময় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষেদর চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ব. ম. জাফর ইকবাল জাফু, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা প্রমুখ। Related posts:ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১৪বিএনপি আবারও জ্বালাও-পোড়াও অবস্থা তৈরি করতে চাচ্ছে : লিটনমেলান্দহে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন Post Views: ২৪৮ SHARES সারা বাংলা বিষয়: