জামালপুরে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২১ জামালপুর প্রতিনিধি : জমালপুরের দিগপাইত-তারাকান্দি মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত ভটভটি আরোহী ১ গরু ব্যবসায়ী মৃত্যু ও ৫ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি মাদারগঞ্জ গুনারীতলা দশিংদহ গ্রামের হোসাইন মন্ডলের ছেলে গেন্দা মন্ডল (৪৫)। মৃত্যুর বিষয়টি তার ভাই প্রধান শিক্ষক আবুল কালাম নিশ্চিত করে বলেন এ ঘটনায় শাহবুদ্দিন মন্ডলের ছেলে লোকমান (৪০), কলিম মন্ডলের ছেলে মাসুদ (৪০), অপু( ৩২), ওমেদ আলীর ছেলে দুলাল (৪৫) ও গাড়ি চালক জহুরুল আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী। ২ আগস্ট সোমবার বিকাল ৫ টার দিকে সরিষাবাড়ী উপজেলার করবাড়ী গোলাম রব্বানী ফার্মের সামনে ট্রাকের ধাক্কায় পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জের জাঙ্গালিয়া গ্রামের তফিজ মন্ডল ছেলে গাড়ি চালক জহুরুল ও এলাকাবাসী বলেন, মাদারগঞ্জ থেকে ৫ গরু ব্যবসায়ী গরুসহ ধনবাড়ী বাসস্ট্যান্ড গরুহাটে যাওয়ার সময় পুকুর পাড়ে ট্রাকের ধাক্কায় পুকুরে গাড়ি সহ সবাই পড়ে যায়। এতে একজনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান,এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। Related posts:নরসিংদীতে পরকীয়া সন্দেহে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, স্বামী আটকজামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিতপথে পথে অসহায়দের হাতে ইফতারী দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত Post Views: ২২৩ SHARES সারা বাংলা বিষয়: