জামালপুরে বিজিবির হাতে প্রায় ৯ লাখ টাকার মাদক উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ জামালপুর প্রতিনিধি : চলতি মাসে প্রায় ৯ লাখ টাকার মাদক উদ্ধার করলো বিজিবি সদস্যরা। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চলতি মাসের ০১ আগস্ট হতে ০৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সাহেবের আলগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, হিজলামারী ও বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ৫৮ বোতল মদ এবং ৫০০ গ্রাম গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় আটককৃত মাদক দ্রব্যের সর্বমোট সিজার মূল্য-৮,৭৫,৯৫০/- (আট লক্ষ পঁচাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা। অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুনের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। Related posts:সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, প্রাণ গেল যুবকেরজামালপুরে দূর্বৃত্তের হাতে যুবক খুনজামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি Post Views: ১৮৪ SHARES সারা বাংলা বিষয়: