জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সহোদর ভাইয়ের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া এলাকার মৃত দুদু আকন্দের ছেলে আব্দুল হক(৫৫) ও রবিজল হক(৫০)। ১৩ আগস্ট শুক্রবার বিকালে বাড়ির পাশে সেচ পাম্পের সুইচ দেওয়ার সময়ে ওই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের। নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার বিকাল চারটার দিকে বাড়ির পাশে সেচ পাম্প চালাতে যান আব্দুল হক ও রবিজল। বিদ্যুৎ চালিত এ সেচ পাম্প চালাতে সুইস অন করার সময় বিদ্যুৎতায়িত হন আব্দুল হক। এসময় তাকে বাঁচাতে গিয়ে রবিজল হকও বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদা রহমান তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Related posts:শেরপুরে যৌতুক মামলায় স্বামীর ২ বছরের সশ্রম কারাদণ্ডজামালপুর মেলান্দহে ভুয়া ৫ সাংবাদিক আটকমাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান Post Views: ২৪৮ SHARES সারা বাংলা বিষয়: