জামালপুরে ১০ কেজি গাঁজা ও নগদ ১লাখ ৩০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকা থেকে গাঁজা ও নগদ টাকা ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ১৬ আগস্ট সোমবার বিকালে জামালপুর পৌর শহরের ডাকপাড়া থেকে ১০ কেজি গাঁজা ও নগদ ১লাখ ৩০হাজার টাকাসহ মুসলিমাবাদ এলাকার আব্দুল হালিম (৪০), পারভেজ (২৬) ও শাহাবুদ্দিন (৩০) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের উপ-পরিদর্শক সালে শাহীনের নেতৃত্বে শহরের ডাকপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল হালিমের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী আব্দুল হালিম পৌর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল হালিম, মো.আমির হোসেনের ছেলে পারভেজ ও মৃত শফিকুল মিয়ার ছেলে শাহাবুদ্দিন। আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ। Related posts:আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতআনন্দ মোহন কলেজে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট শুরুনেত্রকোনায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু Post Views: ২৩১ SHARES সারা বাংলা বিষয়: