ধর্ম মন্ত্রণালয়ের ওমরাহ কার্যক্রম শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ অনলাইন ডেস্ক : সৌদি সরকারের অনুমতিক্রমে হিজরি ১৪৪৩ সনে বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ প্রকাশ করা হয়েছে। ১১ আগস্ট বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল ওমরাহ ভিসা। সম্প্রতি ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করে সৌদি আরব। তবে সৌদিতে ওমরাহ পালনে কিছু শর্ত দেওয়া হয়েছে। ওমরাহ পালনে যেতে চাইলে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। Related posts:দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধের সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলার: শিক্ষামন্ত্রীজাবি উপাচার্যের অপসারণের দাবিতে ধর্মঘটঅতিরিক্ত সচিব হলেন ১৫৬ কর্মকর্তা Post Views: ১৯৫ SHARES জাতীয় বিষয়: