নকলায় প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের তক্ষকসহ আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনার পাড়) গ্রামে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। লোকমান হাসান উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনার পাড়) গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। সোমবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ধনাকুশা পশ্চিমপাড়া গ্রামের জনৈক ছাইফুল ইসলামের মনোহারির দোকানের সামনে কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় র্যাব অভিযান চালিয়ে চারটি তক্ষকসহ লোকমান হাসানকে হাতে নাতে আটক করে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারটি তক্ষকসহ পাচারকারী লোকমান হাসানকে হাতে নাতে আটক করে। র্যাবের কাছে লোকমান হাসান জানায়, উদ্ধারকৃত তক্ষক চারটির আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। সে দীর্ঘদিন ধরে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে নকলা থানায় ১৯৭২ বন্য আইন (সংশোধিত ২০০০) এর ২৬ (১) ধারায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২, ৬ (১)/৩৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশেরপুরে করোনা সংক্রমণ রোধে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন স্থানীয়রাশেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে হুইল চেয়ার পেলেন ৪ প্রতিবন্ধী Post Views: ৩৪১ SHARES শেরপুর বিষয়: