নালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (১৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেল পৌণে তিনটার দিকে শহরের কালিনগর-বাঘবেড় সড়ক মোড় সংলগ্ন এলাকার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বিকেল পৌণে তিনটার দিকে মুষলধারে বৃষ্টির সময় রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল গরু বোঝাই একটি ভটভটি। এসময় কালিনগর-বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি পৌছলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। একইসাথে মোটরসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল চালক ইকবাল। দুর্ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ভটভটি জব্দ ও লাশ উদ্ধার করেছে। Related posts:নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনপ্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে ৩নং ওয়ার্ড আ'লীগের শোকনকলায় প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের তক্ষকসহ আটক ১ Post Views: ২৪৩ SHARES শেরপুর বিষয়: