বকশীগঞ্জে বাল্যবিয়ে পন্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে বাল্য বিয়ে বন্ধসহ বর-কনে পক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। জানা যায়, বুধবার রাতে গোমের চর গ্রামের টেংগু মিয়ার মেয়ে সুজের সাথে পার্শ্ববর্তী শ্রীবর্দী উপজেলার হানিফ মিয়ার ছেলে নূর আমিনের সাথে বাল্য বিয়ে দিচ্ছিলো পরিবার। এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে ইউএনও মুন মুন জাহান লিজা বিয়েটি বন্ধ করে দেন। ছেলেমেয়ে উভয়ের বয়সই কম হওয়ায় ছেলে পক্ষকে ১৫ হাজার টাকা ও মেয়ে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া, মহিলা বিষয়ক সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। ইউএনও মুন মুন জাহান লিজা বলেন, খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এছাড়া বর ও কণে পক্ষকে ভ্রাম্যমান আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Related posts:বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : জামালপুরের মির্জা আজমবর্ণাঢ্য আয়োজনে শ্রীবরদীতে সমবায় দিবস পালিতময়মনসিংহে শ্রেষ্ঠ ১০ জয়িতাকে সংবর্ধনা Post Views: ১৯০ SHARES সারা বাংলা বিষয়: