বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবে শেরপুরের আতিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন শেরপুর জেলার আতিকুজ্জামান। ২৪ আগস্ট জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে কিরগিজস্থানে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৩ সদস্যের নাম ঘোষণা করেন। ২৩ সদস্যের এ দলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেরপুরের আতিক। আতিক ঢাকার মোহামেডানের হয়ে খেলেন। আগে জাতীয় দলের অনুর্ধ ১৯ এ খেলেছেন। শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামের বাসিন্দা আতিক। শেরপুর শহরেই বেড়ে ওঠা তার। এদিকে আতিকুজ্জামান জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, আতিকের শেরপুরের কোচ সাধন বসাকসহ অনেকেই। আরও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আসাদুজ্জামান দুলাল, সুপার মাওলানা আনোয়ারুল ইসলাম। আগামী ২ সেপ্টেম্বর কিরগিজস্থানে শুরুহতে যাচ্ছে তিন জাতি এ টুর্নামেন্ট। সেখানে অবশ্য দল চারটি। কিরগিজস্থান জাতীয় দলের সঙ্গে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দলও। আসরের অপর দল ফিলিস্থিন। ৫ সেপ্টেম্বর তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এ টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকা ছাড়বে ২৮ অথবা ২৯ আগস্ট। এদিকে জাতীয় দলে ডাক পেয়ে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন আতিক। Related posts:‘বাবর আলী জামে মসজিদ’ শেরপুরের নতুন এক দৃষ্টিনন্দন স্থাপত্যশ্রীবরদীতে সুবিধাভোগীদের মাঝে টিন, চাল, সার ও বীজ বিতরণশ্রীবরদীতে যুবলীগের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন Post Views: ২৯২ SHARES খেলাধুলা বিষয়: