বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা হলেন শেরপুরের প্রভাষক মহিউদ্দিন সোহেল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২১ স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের সাংবাদিক-কলেজশিক্ষক মো. মহিউদ্দিন সোহেল। একই সাথে তিনি এমপিওভূক্ত শিক্ষা-প্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের সদস্যপদ লাভ করেছেন। ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, মহিউদ্দিন সোহেল শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে বেসরকারি টেলিভিশন এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমসডটকমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। Related posts:ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতনকলায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদাননালিতাবাড়ীতে উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় Post Views: ২৯৬ SHARES শেরপুর বিষয়: