মাদারগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শিপু ঘোষ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২৩ আগস্ট সোমবার সকালে পৌরসভার ঘোষপাড়ার নিজ দোকান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শিপু ওই এলাকার শঙ্কর ঘোষ এর ছেলে। সে পেশায় দই বিক্রেতা ছিল। পরিবার সুত্রে জানা গেছে,শিপু ঘোষ প্রতিদিনের মত রোববার রাতে খাবার খেয়ে তাদের দোকানে ঘুমাতে যায়। সোমবার সকালে ঘুম থেকে থেকে উঠতে দেরি হলে তার মা অর্চনা রানী ঘোষ তাকে ডাকতে যায়। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দোকানের দরজা ভাংলে শিপুর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জামালপুর মর্গে পাঠায়। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। Related posts:জামালপুরে মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটকদেওয়ানগঞ্জে পৌর মেয়রের গ্রেফতার দাবিতে মানববন্ধন Post Views: ২৬৭ SHARES জামালপুর বিষয়: