ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২১ মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিন ময়মনসিংহের। এ ছাড়া কিশোরগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ময়মনসিংহের ১১ জন, জামালপুরের ২ জন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রয়েছেন। ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৮০ জন রোগী ভর্তি আছেন৷, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। এদিকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খায়রুল আলম জানিয়েছেন, এই হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছে ৫১ জন রোগী। এদের মধ্যে ২৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ২৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। ময়মনসিংহের সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, জেলায় নতুন করে ১ হাজার ৫৬৩ টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। Related posts:‘সকল ধর্ম মানবতা ও সুন্দরের কথা বলে’জামালপুরে উদীচী শিল্পীগোষ্ঠির উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধনমৌলভীবাজারে পৃথক অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Post Views: ২৩০ SHARES সারা বাংলা বিষয়: