ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১১ আগস্ট বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন ময়মনসিংহের। নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের একজন করে। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জনের মধ্যে ময়মনসিংহের ৩ জন এবং নেত্রকোনার একজন। ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪২৪ জন। এর মধ্যে ২০ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। এ দিকে জেলায় ১ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৩৯১ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। Related posts:যমুনার পানি কমলেও জামালপুরে এখনও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলময়মনসিংহে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ২৫ঝিনাইগাতীতে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্দন Post Views: ২২০ SHARES সারা বাংলা বিষয়: