রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১ স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পৌঁছেই তিনদিনের জন্য রুম কোয়ারেন্টিনে তারা। এদিকে পরিবারের সাথে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা অলরাউন্ডার সাকিব আল হাসানও দেশে ফিরবেন আজ। রাতেই ঢাকায় ফিরে যোগ দিবেন হোটেলে কোয়ারেন্টিনে থাকা টিম বাংলাদেশের সঙ্গে। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানান, সাকিব আজ রাতেই দেশে ফিরে আসছেন এবং এদিনই তিনি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন। উল্লেখ্য, গত ১১ আগস্ট মধ্যরাতে স্ত্রী ও সন্তানদের সান্নিধ্যে কাটাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব এবং প্রায় দু’সপ্তাহ সেখানে পরিবারের সঙ্গে কাটিয়ে মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরে আসছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর আগামী ২৭ আগস্ট শুক্রবার প্রথম প্র্যাকটিস সেশনেও অংশ নেবেন সাকিব। Related posts:অধিনায়ক মুমিনুলের সেঞ্চুরি, লিড পেল বাংলাদেশএক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেল ভারতমেসির জার্সি উপহার পেলেন নরেন্দ্র মোদি Post Views: ২২৬ SHARES খেলাধুলা বিষয়: