শেরপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত বর্ষীয়ান আ’লীগ নেতা আমীর আলী সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হাজার-হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমীর আলী সরকার (৬৮)। ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বাজিতখিলা আমীর আলী সরকার উচ্চ বিদ্যালয়ে প্রথম নামাজে জানাজা এবং বেলা আড়াইটায় প্রতাবিয়ায় নিজ বাড়ির পাশে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, আমীর আলী সরকার বেশ কিছুদিন যাবত লিভার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হন এবং করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে চিকিৎসার্থে ভারতে যেতে না পেরে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে একাধিক দফায় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ওই অবস্থায় বুধবার ভোরে তাকে নিজ বাড়িতে নিয়ে আসলে অক্সিজেন সমস্যার কারণে অবস্থার অবনতি ঘটে। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে নিজ এলাকাসহ দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা ও ৪ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রথম জানাজায় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসুল্লি অংশ গ্রহণ করেন। এদিকে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আমীর আলী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। Related posts:ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে বিদেশী পিস্তল, গুলিসহ এক ব্যক্তি গ্রেফতারনালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মহিষ পালন প্রশিক্ষণ অনুষ্ঠিতসওজের নিষেধাজ্ঞা অমান্য ॥ ঝুকিপূর্ন ভোগাই ব্রীজ দিয়ে মালবাহী ভারী যানবাহন চলাচল অব্যাহত Post Views: ১৮৭ SHARES শেরপুর বিষয়: