শ্রীবরদীতে বৃদ্ধের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ১১ আগস্ট বুধবার সকালে সওদাগর আলী (৮৩) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার পৌর এলাকার মথুরাদি গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সওদাগর আলী স্থানীয় মৃত ফজর উদ্দিন আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সওদাগর আলী দীর্ঘদিন থেকেই পেটের ব্যথাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে রাতের খাবার শেষে প্রতিদিনের মত নিজ ঘরে ঘুমাতে যান তিনি। সকালে স্বজনরা ঘরের ধর্ণার সাথে সওদাগর আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বৃদ্ধ সওদাগর আলী বিভিন্ন রোগে দীর্ঘদিন থেকে আক্রান্ত। তার পরিবারের পক্ষ থেকে একমাত্র সন্তান বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত দুই রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট-বাজারে পেয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিংনালিতাবাড়ীতে বিরল বন্যপ্রানী গন্ধ গকুল উদ্ধার Post Views: ২০৬ SHARES শেরপুর বিষয়: