শ্রীবরদী থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। ৪ আগস্ট বুধবার বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি শ্রীবরদী থানা পরিদর্শন করেন। ওইসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি। পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার সহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন। তিনি মহামারী করোনাভাইরাস রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন। পরে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন এবং সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণসহ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন। পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেনকে ফুলেল শুভেচছা জানান শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ, টিআই-১ জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় পাওনা টাকা উদ্ধার ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলননকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের যোগদানশ্রীবরদীর রাণীশিমুল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত Post Views: ৫২৩ SHARES শেরপুর বিষয়: