শ্রীরবদীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ আগস্ট বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ১৩ জন ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন- মাদক, জুয়া, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পয়োয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে সাবেক এমপি শ্যামলীর ঈদ উপহার বিতরণশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ডশেরপুরে পণ্য পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন Post Views: ২০৮ SHARES শেরপুর বিষয়: