সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ডেল স্টেইন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ ডেল স্টেইন, গতি, সুইং, বাউন্স। ব্যাটসম্যান বিভ্রান্ত, আউট। এলবিডব্লিউ, বোল্ড কিংবা বোকা বনে ক্যাচ তুলে দেওয়া। এসবেই হয়তো সীমাবদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকার তারকার নামটা। এখন যুক্ত হলো আরও একটা শব্দ, ‘সাবেক’। এক ঘোষণায় শেষ হলো ২০ বছরের পেস বোলিংয়ের মুগ্ধতা। সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৯ সালেই অবসর নিয়েছিলেন টেস্ট থেকে। ইচ্ছে ছিল, সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার। সেটাও আর বেশি দিন চালিয়ে যেতে পারলেন না তিনি। সঙ্গে হলো একটা আক্ষেপ। আন্তর্জাতিক ক্রিকেটে স্টেইন থামলেন ৬৯৯ উইকেটে। দেশের হয়ে ৯৩ টেস্টে ৪৩৯টি, ১২৫ ওয়ানডেতে ১৯৬ আর ৪৭ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৪ উইকেট। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষ মাঠে নামেন প্রায় পাঁচ মাস আগে। এবার ক্রিকেটকেই বিদায় বলে দিলেন স্টেইন। Related posts:কন্যা সন্তানের বাবা হলেন তামিম ইকবালসোহানের সঙ্গে কিপিং ভাগাভাগি করতে পেরে খুশি মুশফিকঅপ্রতিরোধ্য আর্জেন্টিনা, আরেকটি দুর্দান্ত জয় Post Views: ২৪৪ SHARES খেলাধুলা বিষয়: