হু হু করে বাড়ছে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ অনলাইন ডেস্ক : ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে যমুনা নদীর সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ৩৭ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট এলাকায় বিপৎসীমার ১০১ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ১৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। চলতি বছরে পানি বাড়ার হার এটিই সর্বোচ্চ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। যা বর্তমানে খুব দ্রুত বাড়ছে। বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, দু-একদিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই হওয়ার সম্ভাবনা আছে। Related posts:চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ৩৩দেশে ফিরলেন প্রধানমন্ত্রীসব প্রস্তুতি শেষ, ১০ জানুয়ারি থেকে শুরু বিশ্ব ইজতেমা Post Views: ১৮৬ SHARES জাতীয় বিষয়: